পাবনায় পাঁচটির মধ্যে তিন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় পাঁচটির মধ্যে তিন সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করে।