তারেক রহমানের সিলেট আগমন ঘিরে উৎসবের আমেজ

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এরইমধ্যেই নিয়মিত মাইকিং, প্রস্তুতি সভা, প্রচার শেষ করেছেন। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকা সহ অন্তত ২০টি পয়েন্টে, তারেক রহমানের ছবি সম্বলিত তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে জনসভার প্রচারের ব্যানার-ফেস্টুন। নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন:

জেলা বিএনপির নেতৃবৃন্দ বলছেন, ২২ বছর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো সিলেট অঞ্চলের মানুষ এখন আনন্দে উদ্বেলিত। তাদের প্রত্যাশা রাজনীতির নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে তারেক রহমানকে কেন্দ্র করে।

এদিকে,দলীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার, ২১ জানুয়ারি) রাত ৯টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে সিলেট আগমনের কথা রয়েছে। রাতেই শ্বশুরবাড়িতে এক দোয়া মাহফিলে অংশ নেয়ার কথাও জানান নেতৃবৃন্দ।

ইএ