শেরপুরে ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ইটভাটায় জরিমানা
ইটভাটায় জরিমানা | ছবি: এখন টিভি
0

শেরপুরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় নয় লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর উপজেলায় ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

আরও পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ শেরপুরের সদর উপজেলার দমদমা কালীগঞ্জ এলাকার মেসার্স জেড এইচ বি ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স এম এস বি ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার টাকা, চরশেরপুরের মেসার্স এস এফ ব্রিকসকে দুই লাখ টাকা, একই এলাকার মেসার্স এম এম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যে, এখন পর্যন্ত জেলার ২২টি অবৈধ ইটভাটার ৯১ লাখ টাকা জরিমানাসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।

এসএস