তিনি বলেন, ‘এবারে নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, জনগণের ভোটে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব।’ তাই গণভোটে হ্যাঁ এবং জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানান তিনি।
দেশের চাবি আপনার হাতে এ শ্লোগানকে সামনে রেখে সভায় মানুষ গণভোট কেনো দিবে তা নিয়ে আলোচনা করা হয়। সেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধীদল একত্রে কাজ করবে, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সহ বিভিন্ন বিষয় হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও এ সভায় নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।





