গতকাল (সোমবার, ১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, ‘সোমবার রাত ২টার দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত দগ্ধ হয়। দগ্ধ দুইজনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে আজ (মঙ্গলবার,২০ জানুয়ারি) ভোরে আলম হোসেন মৃত্যুবরণ করেন। দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছে।’
আরও পড়ুন:
আহত বরকতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





