নারায়ণগঞ্জের স্টিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণ, নিহত ১

নারায়ণগঞ্জে স্টিল কারখানা
নারায়ণগঞ্জে স্টিল কারখানা | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় দগ্ধ হয়েছে বরকত নামে আরেক শ্রমিক। দগ্ধ বরকতকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল (সোমবার, ১৯ জানুয়ারি) দিবাগত রা‌তে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, ‘সোমবার রাত ২টার দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত দগ্ধ হয়। দগ্ধ দুইজনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে আজ (মঙ্গলবার,২০ জানুয়ারি) ভোরে আলম হোসেন মৃত্যুবরণ করেন। দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছে।’

আরও পড়ুন:

আহত বরকতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস