তারেক রহমানের সঙ্গে কূটনীতিকদের বৈঠক

তারেক রহমানের সঙ্গে কূটনীতিকদের বৈঠক
তারেক রহমানের সঙ্গে কূটনীতিকদের বৈঠক | ছবি: বিএনপির মিডিয়া সেল
0

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজধানীর গুলশানে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বেলা ১১টার আগেই তারেক রহমান বৈঠকের উদ্দেশে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করেন। পরে ডেনমার্ক ও সুইডেনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন।

ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন পরিকল্পনা কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:

এর আগে, গতকাল ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সব মিলিয়ে গতকাল একদিনেই ৯ জন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপির ভবিষ্যৎ কূটনৈতিক নীতি, ৩১ দফা রূপরেখা, নির্বাচনি পরিবেশ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় এসব আলোচনায় উঠে আসে।

এসএইচ