২২ জানুুয়ারি সিলেট থেকে শুরু তারেক রহমানের নির্বাচনি প্রচারণা, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

তারেক রহমানের নির্বাচনি প্রচারণা ঘিরে প্রস্তুতি চলছে
তারেক রহমানের নির্বাচনি প্রচারণা ঘিরে প্রস্তুতি চলছে | ছবি: এখন টিভি
0

জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেট সফরে হজরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করবেন তিনি। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। এ সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী। সব প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীও।

আধ্যাত্মিক নগরী সিলেট। এখান থেকেই বহুবার শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের রেওয়াজ, নির্বাচনি প্রচারণার সূচনা হয় সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আধ্যাত্মিক এ নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকাল ধরে চলছে।

সেই ধারাবাহিকতায় সিলেট দিয়েই প্রচারণার ক্ষণ শুরু করছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। ১৯৯১ সালে যে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন খালেদা জিয়া, মায়ের দেখানো পথেই তারেক রহমানের যাত্রা।

২১ জানুয়ারি রাতে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন ২২ জানুয়ারি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণের মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে উজ্জীবিত স্থানীয় বিএনপি।

সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘এই সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতারা বা ওই অঞ্চলের যারা দলের প্রার্থী হয়েছেন তারাও যোগ দেবেন। আমাদের সিলেটেরও ৬টি সংসদীয় আসনের যারা ধানের শীষের প্রার্থী বা জোটের প্রার্থী আছেন তারা যোগ দেবেন। সুতরাং আমরা একটি আনন্দঘন পরিবেশে সমাবেশটি সফল করতে চাই।’

আরও পড়ুন:

সিলেট মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘বৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান। আমরা সিলেটি হিসেবে খুব গর্ব করি। কারণ উনি নিজে থেকেই বলেছেন, উনি হাফ সিলেটি। আমাদের সাধারণ মানুষদের মধ্যেও একটা বাড়তি উত্তেজনা এবং আনন্দ আছে।’

তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ সিলেট বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা আশাবাদী, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সভাটি শুরু করবো আমরা সকাল ১০টায়।’

সিলেট পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘আমাদের সিলেট জেলাতে, বিশেস করে বিশ্বনাথ থানা এবং ফেঞ্চুগঞ্জ থানায় হয়তো উনি পথসভা করতে পারেন, এরকমই আমরা সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আমরা এরই মধ্যে নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ওনার গমনকালীন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।’

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতুহল ও প্রত্যাশা।

এসএইচ