রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন
সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা মানববন্ধন কর্মসূচি ও পরে উপাচার্য দপ্তরে গিয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতাকর্মী ও জিয়া পরিষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের কার্যক্রম স্বাভাবিক না। সে নানাসময় শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে সন্ত্রাসী ও মব সৃষ্টি করে দাবি আদায় করেছে। তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর ব্যানার ছিড়ে সে উন্মাদনার পরিচয় দিয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে তার মানসিক চিকিৎসার দাবিও জানান তারা। ২৪ ঘণ্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা গৃহীত না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে ঘোষণাও দেন তারা।

আরও পড়ুন:

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্রদলের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেখানে তাদের দাবিগুলো বিবেচনা করা হবে।’

এর আগে গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাবি শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিনের টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে প্যারিস রোডে টানানো এ ব্যানার গতকাল দুপুরে ছিঁড়ে ফেলেন আম্মার।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আম্মার তার ফেসবুক পোস্টে জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে বেলা দুইটার আগে ব্যানার খুলে নেয়ার সময় বেঁধে দিয়েছিলেন।

এসএস