আফ্রিকান নেশন্স কাপের শিরোপা পুনরুদ্ধার করলো সেনেগাল

শিরোপা হাতে সেনেগালের জয় উদযাপন
শিরোপা হাতে সেনেগালের জয় উদযাপন | ছবি: বিবিসি
0

মরক্কোকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা পুনরুদ্ধার করলো সেনেগাল। ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ শেষে সেনেগালের সাদিও মানে হাসলেন জয়ের হাসিতে। পুরো আসরে অনবদ্য পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা হয়েছেন সাদিও মানে।

নাটক-মহানাটকের ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসলো সেনেগালই। ঘরে তুলে নিলো আফ্রিকান নেশনস কাপের দ্বিতীয় শিরোপা।

সেমিফাইনালে আরেক আফ্রিকান গ্রেট মোহামেদ সালাহর মিশরের স্বপ্ন ভঙ্গ করেই ফাইনালে এসেছে সেনেগাল। এবার ফাইনালে আশরাফ হাকিমিদের শক্তিশালী মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়নের তকমাটা ফের নিজেদের করে নিলো সাদিও মানেরা।

গোল, অ্যাসিস্ট, আর মাঠে নেতৃত্বে পুরো টুর্নামেন্টজুড়েই দলের সামনে থেকে লড়াই করেছেন মানে। ফাইনালেও ছিলো তার ছাপ। গোল বাতিল, ক্ষুব্ধ সেনেগাল দলের মাঠ থেকে বেরিয়ে যাওয়াসহ উত্তেজনায় ঠাসা এ ম্যাচে টক্কর হয়েছে সমানে সমান।

আরও পড়ুন:

ম্যাচে দুটো গোল পেতে পারতো সেনেগাল। তবে মরক্কোর গোল রক্ষক ইয়াসিন বুনোর অতিমানবীয় সেভ বাঁচিয়ে দেয় দলকে। আক্রমণ আর পাল্টা আক্রমণে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কেউই।

বিরতির পর গোল পেতে মরিয়া থাকে দুই দলই। এযাত্রায়ও নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি উভয় দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সাদিও মানের পাস থেকে বল পান পাপে গুয়ে। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের ভেতর গিয়ে দুর্দান্ত শটে গোল করেন তিনি। যা সেনেগালকে এনে দেয় জয়। ১-০ গোলে মরক্কোকে হারিয়ে নতুন করে আফ্রিকার সোনালী শিরোপাটির মালিক এখন সেনেগাল।

দ্বিতীয় আফকন শিরোপার সঙ্গে টুর্নামেন্ট সেরা সাদিও মানে আরও একবার প্রমাণ করলেন, তিনি শুধু সেনেগালের নায়ক নন আফ্রিকান ফুটবলের গর্ব। একজন চ্যাম্পিয়ন, একজন নেতা সাদিও মানে।

এফএস