গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) রাতে চট্টগ্রামের বন্দরটিলায় গলাচিপাবাসীর উদ্যোগে খালেদা জিয়ার শোক সভায় এ মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
নুরুল হক বলেন, ‘পাঁচ আগস্টের পর দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাড়াতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। প্রশাসন ও পুলিশে স্বচ্ছতা ও পদোন্নতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিএনপি যেহেতু বড় দল, তাই তাদের দায়িত্ব বড়। নতুন বাংলাদেশ নিশ্চিতে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।বাংলাদেশকে সহনশীলতা ও সম্প্রীতির এক রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।’
এইবারের নির্বাচন আর রাতে ভোট দেয়ার নির্বাচন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইউনুস সরকারের নেতৃত্বে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন জাতি দেখতে যাচ্ছে। এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন।’
গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে সংস্কার নিশ্চিত করে এ নির্বাচনের সুযোগ কাজে লাগাতে হবে।’





