ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: সংগৃহীত
0

নিরাপত্তা জোরদারের শর্তে আগামীকাল (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ (রোববার, ১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।

বৈঠক শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইন্টার্ন চিকিৎসকদের মোট আট দফা দাবি কার্যকরের জন্য কাজ চলছে। ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি দলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রে নিরাপত্তা ইস্যুসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবেন।

প্রশাসনের আশ্বাসে আগামীকাল সকাল থেকেই কাজে ফেরার কথা জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে, প্রস্তাবিত দাবি মানার শর্তে কাজে ফিরবেন বলছেন তারা।

আরও পড়ুন:

এর আগে গত শুক্রবার সার্জারি ওয়ার্ডে চিকিৎসা অবহেলার অভিযোগে রোগীর স্বজন কর্তৃক এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে টানা ২৭ ঘণ্টা ধরে কর্মবিরতিতে রয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সাধারণ রোগীরা। জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসক দিয়ে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এছাড়াও অন্যান্য ওয়ার্ডেও বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম।

নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন। এছাড়াও এ হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এফএস