উদ্বুদ্ধ পরিস্থিতিতে আজ(শনিবার, ১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসেন হাসপাতালের পরিচালক। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বৈঠক থেকে বের হয়ে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তবে হাসপাতালের পরিচালক বিষয়টি সুষ্ঠু সমাধানে সবরকমের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
এর আগে, গতকাল শুক্রবার (১৬, জানুয়ারি) রাতে হাসপাতালের ৪ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগের জেরে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনরা সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন।
আরও পড়ুন:
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত একজনকে পুলিশের কাছে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ইন্টার্ন চিকিৎসক ছাড়া মিড লেভেলসহ অন্যান্য ডাক্তাররা সেবা প্রদান অব্যাহত রেখেছে, ফলে হাসপাতালের চিকিৎসা স্বাভাবিকভাবে চলেছে।





