কোর্টে নেমে প্রথম সেটে থেকে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে প্রথম সেটে হারলেও পরের টানা তিন সেটে তৃতীয় বাছাই জেভেরভের সামনে দাঁড়াতে পারেনি গ্যাব্রিয়েল।
এদিকে আজই কোর্টে নামবেন শীর্ষ বাছাই কালোর্স অ্যালকারাজ। স্প্যানিশ এই খেলোয়াড়ের প্রতিপক্ষ এডাম ওয়ালটন। দুপুর ৩টায় মাঠে নামার কথা রয়েছে দুজনের। কার্লোস প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি জেতার চেষ্টায় লড়াই করতে নামবেন। একইসঙ্গে আলকারাজের সামনে সুযোগ সবচেয়ে কম বয়সে এই কীর্তি অর্জন করার।
আরও পড়ুন:
এ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার পুরুষ এককে কার্লোসের সঙ্গে সিনার ও নোভাক জোকোভিচও রয়েরেছন ফেভারিটের তালিকায়। আর নারী এককে অ্যারিনা সাবালেঙ্কা, ইগা সুয়াটেক ও ম্যাডিসন কিসকে ধরা হচ্ছে অন্যতম ফেবারিট। তৃতীয়জন ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে পরিসংখ্যানে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছেন নোভাক জোকোভিচ।





