তারেক রহমানের ফেসবুক প্রোফাইল একনজরে (At a Glance)
বিষয় (Topic) তথ্য (Details) ক্রিয়েটর ক্যাটাগরি রাজনীতিবিদ ও কনটেন্ট ক্রিয়েটর (Politician & Content Creator) গ্লোবাল র্যাঙ্কিং শীর্ষ ১০০-এর মধ্যে (Among Top 100 Worldwide) প্রধান মাধ্যম ফেসবুক ভিডিও ও লাইভ (Facebook Video & Live) মূল আকর্ষণ রাজনৈতিক আলোচনা ও দিকনির্দেশনা (Political Discussion) ফলোয়ার বৃদ্ধি গত এক বছরে ২০% বৃদ্ধি (20% Growth in Followers)
জনপ্রিয়তার নেপথ্যে ‘ডিজিটাল অ্যাক্টিভিজম’ (Digital Activism)
সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪তম। রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী প্লাটফর্ম সোশ্যাল ব্লেড–এর তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর টকিং অ্যাবাউট বা এঙ্গেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্লেড র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সবশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় তারেক রহমানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।
উল্লেখ্য, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।
বিশ্বের শীর্ষ রাজনৈতিক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার তালিকা (আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬)
তারেক রহমান ছাড়াও বিশ্বের প্রভাবশালী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক প্লাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার হিসেবে শীর্ষে রয়েছেন, তাদের একটি তুলনামূলক তালিকা নিচে দেয়া হলো। সাম্প্রতিক সোশ্যাল ব্লেড (Social Blade) এবং আন্তর্জাতিক ডিজিটাল এনগেজমেন্ট ডাটা অনুযায়ী এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে:
নেতার নাম (Leader Name) দেশ (Country) র্যাঙ্কিং (Social Blade Rank) ডিজিটাল স্ট্যাটাস (Digital Status) তারেক রহমান বাংলাদেশ ৬৪তম - ৬৭তম ভিডিও শেয়ারিং ও লাইভ এনগেজমেন্টে দক্ষিণ এশিয়ায় শীর্ষে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ৭৬তম - ৯২তম তারেক রহমানের চেয়ে পিছিয়ে থাকা এই নেতা বিশ্বব্যাপী ভাইরাল। জ্যাভিয়ার মাইলি আর্জেন্টিনা ৪২তম (উর্দ্ধমুখী) ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখা প্রেসিডেন্ট। বারাক ওবামা যুক্তরাষ্ট্র শীর্ষ ১০০ সোশ্যাল মিডিয়ায় স্থায়ী ও প্রভাবশালী কণ্ঠস্বর। অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ যুক্তরাষ্ট্র ৯৫তম তরুণ প্রজন্মের (Gen-Z) কাছে অত্যন্ত জনপ্রিয়। ইমানুয়েল মাক্রোঁ ফ্রান্স ১০০-এর মধ্যে আধুনিক কন্টেন্ট ও ভিডিও কৌশলে দক্ষ বিশ্বনেতা। ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন ১০০-এর মধ্যে সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে গ্লোবাল রিচ নিশ্চিতকারী। জাস্টিন ট্রুডো কানাডা ১০৫তম (প্রায়) ডিজিটাল পলিটিক্যাল ব্র্যান্ডিংয়ে অন্যতম সফল ব্যক্তিত্ব। নাগিব বুকেলে এল সালভাদর শীর্ষ ১২০ ক্রিপ্টোকারেন্সি ও ইনোভেটিভ ডিজিটাল লিডারশিপের পথিকৃৎ। বেন শাপিরো যুক্তরাষ্ট্র শীর্ষ ৫০ (ইনফ্লুয়েন্সার) রাজনৈতিক ভাষ্যকার হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রভাব।





