প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এবং ইতালির বৃহত্তম শহর রোম। ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলায় সমৃদ্ধ এ শহরে সারাবছরই পর্যটকদের আনাগোনা থাকে। তবে নতুন এক ট্রাফিক আইন বিপাকে ফেলেছে রাজধানীবাসীকে।
দূষণ ও দুর্ঘটনা এড়াতে ঐতিহাসিক এ শহরের অভ্যন্তরে যান চলাচলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে সরকার। যা কার্যকর হয়েছে গেল বৃহস্পতিবার থেকে। তবে নতুন এই স্পিড লিমিট ভোগান্তিতে ফেলেছে কর্মব্যস্ত স্থানীয়দের।
স্থানীয়দের একজন বলেন, ‘আমার মনে হয় নিয়মটি ঠিক হয়নি। ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার অনেক কম গতি। এটা ৫০ করলে ভালো হত।’
আরও পড়ুন:
স্থানীয়দের অন্যআরেকজন বলেন, ‘দেখা যাক কি হয়। আমরা এতে অভ্যস্ত নই। বিশেষ করে দিনের ব্যস্ততম সময়ে খুবই সমস্যা হচ্ছে।’
রোমে আগে এ স্পিড লিমিট ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। তবে ইউরোপে এ নিয়ম নতুন না। এরআগে লন্ডন, ব্রাসেলস, প্যারিস ও হেলসিঙ্কিতে যানবাহনের গতিসীমা কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। যদিও নিরাপদ সড়ক নিশ্চিতে স্পিড লিমিট কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন অনেক চালক।
তবে পরিসংখ্যান বলছে, স্পিড লিমিট নিয়ন্ত্রণে আনলে সড়কে দুর্ঘটনা কমে যায়। ২০২৪ এর জানুয়ারিতে ইতালির উত্তরাঞ্চলীয় শহরে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়। এর এক বছর পর দেখা গেছে, সেখানে দুর্ঘটনা কমেছে ১৩ শতাংশ আর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার হ্রাস পেয়েছে ৫০ শতাংশ পর্যন্ত।





