শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু, কারা কত টাকা পাবেন?

শিক্ষা মন্ত্রণালয় অনুদান
শিক্ষা মন্ত্রণালয় অনুদান | ছবি: এখন টিভি
0

দেশের সকল সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য আর্থিক অনুদান (Financial Grant) প্রদানের আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এই অনুদান কার্যক্রমের আওতায় যোগ্য আবেদনকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (shed.gov.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের তথ্য, টাকা পাবেন যারা

ক্যাটাগরি (Category)আবেদনের যোগ্যতা (Eligibility)ওয়েবসাইট (Website)
শিক্ষার্থীসরকারি/বেসরকারি সাধারণ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীshed.gov.bd
শিক্ষক-কর্মচারীদুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনায় আক্রান্তshed.gov.bd
শিক্ষাপ্রতিষ্ঠান"মেরামত, সংস্কার ও আসবাবপত্র ক্রয়ের জন্য"shed.gov.bd

আরও পড়ুন:

কারা এবং কোন কাজে আবেদন করতে পারবেন? (Eligibility for Application)

নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে তিনটি ক্যাটাগরিতে এই অনুদান প্রদান করা হবে:

শিক্ষার্থী অনুদান (Student Financial Aid): শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যয়ভার বহন এবং দুরারোগ্য ব্যাধির (Incurable Diseases) চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন করতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান অনুদান (Institutional Grant): এমপিওভুক্ত (MPO) ও নন-এমপিও (Non-MPO) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের মেরামত ও সংস্কার কাজ, আসবাবপত্র ক্রয়, পাঠাগার (Library) স্থাপন এবং খেলাধুলার সরঞ্জাম সংগ্রহের জন্য অনুদান চেয়ে আবেদন করতে পারবেন।

শিক্ষক-কর্মচারী অনুদান (Teachers & Staff Grant): গুরুতর অসুস্থতা বা দৈব দুর্ঘটনার শিকার শিক্ষক ও কর্মচারীরা চিকিৎসার জন্য এই বিশেষ সহায়তা পাবেন।

আরও পড়ুন:

আবেদন ও যাচাই-বাছাই প্রক্রিয়া (Application and Verification Process)

আবেদনকারীদের অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন (Online Application) সম্পন্ন করতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় প্রমাণপত্র (Supporting Documents) বা প্রত্যয়নপত্র আপলোড করা বাধ্যতামূলক। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পরেই চূড়ান্ত অনুদান প্রদান করা হবে, যাতে প্রকৃত অভাবী ও যোগ্য ব্যক্তিরা এই সুযোগ পান।

আরও পড়ুন:

এসআর