গুম-খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান

রুহুল কবির রিজভী, তারেক রহমান, সালাহউদ্দিন আহমেদ
রুহুল কবির রিজভী, তারেক রহমান, সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
2

বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ কর্তৃক- গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা শুরু হয়েছে।

সভায় অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা। কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা জানান, কাউকে উঠিয়ে নেয়া হয়েছে বাসা থেকে, কাউকে রাস্তায় থেকে। এসব স্বজনদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে।

এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা।

মতবিনিময় সভার আয়োজনে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুটি সংগঠন।

এসএস