অনিশ্চয়তা কাটিয়ে ‘দর্শকপূর্ন’ গ্যালারি নিয়েই ফিরলো বিপিএল

মিরপুর স্টেডিয়ামের প্রবেশপথে দর্শকদের ভিড়
মিরপুর স্টেডিয়ামের প্রবেশপথে দর্শকদের ভিড় | ছবি: এখন টিভি
0

দর্শকপূর্ণ গ্যালারি নিয়েই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। পরিচালক ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দ্বন্দ্ব শেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। মাঠের ক্রিকেটকে দর্শকরা গুরুত্ব দিলেও খেলা দেখতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

ঠিক একদিন আগেই মিরপুর স্টেডিয়াম এলাকা ছিল বিশৃঙ্খলায় ভরা। ক্রিকেটারদের বিপিএল না খেলা, সমর্থকদের স্টেডিয়াম এলাকায় ভাঙচুরের সঙ্গে দিনভর ছিল টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) মাঠে গড়িয়েছে বিপিএলের ঢাকা পর্ব।

যে পরিচালককে নিয়ে বোর্ড-ক্রিকেটারদের দ্বন্দ্বে এতকিছু, তার বিষয়ে বিসিবির সবশেষ অবস্থান জানিয়েছেন ইফতেখার মিঠু।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেয়ার কথা। উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো খেলোয়াড়দের সঙ্গেও আমাদের কথা হয়েছে, দ্যা প্রোসেস উইল গো অন।’

আরও পড়ুন:

আগেরদিন নিজেদের আয় নিয়ে ভক্তদের কিছুটা খোঁচা দিয়েছিলেন মেহেদী মিরাজ, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সমর্থকরা।

দর্শকরা মনে করেন, মিরাজ স্পন্সরদের থেকে খেলোয়াড়দের টাকা পাওয়ার কথা বললেও দর্শকদের কারণেই স্পন্সররা তাদের টাকা দিয়ে থাকে। দর্শকরা তাদের প্রোডাক্টস না কিনলে স্পন্সররাও খেলোয়াড়দের পেছনে টাকা ব্যয় করতো না বলে মনে করেন তারা।

এদিকে বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) নানা ঘটনার জেরে অনেক দর্শকই বিপিএল বয়কটের কথা বললেও বাস্তবে ছিল উল্টো চিত্র। স্টেডিয়াম ছিল দর্শকপূর্ণ। এর পেছনে নিজেদের ভালোবাসার কথাই তুলে ধরেন সমর্থকরা। তবে অভিযোগও ছিল।

সব শঙ্কা ছাপিয়ে শেষ পর্যন্ত মাঠে ফিরেছে বিপিএল। পরিচালক ইস্যুতে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও সব পক্ষকে মিলেমিশে ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান সমর্থকদের।

এসএইচ