জাভেদ মাহমুদ বলেন, ‘আমার মামী জয়শ্রী কবির গত ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
১৯৫২ সালে কলকাতায় তার জন্ম। সেখানেই বেড়ে ওঠা। ১৯৬৮ সালে হয়েছিলেন ‘মিস ক্যালকাটা’। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতেও কাজ করেছিলেন জয়শ্রী।
আরও পড়ুন:
ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা আলমগীর কবির ১৯৭৪ সালে তার ‘সূর্যকন্যা’ সিনেমায় অভিনয়ের জন্য জয়শ্রী রায়কে বাংলাদেশে নিয়ে আসেন। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। এ সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রথম স্ত্রী মঞ্জুরা বেগমের সঙ্গে ডিভোর্সের পর ১৯৭৫ সালে আলমগীর কবির বিয়ে করেন জয়শ্রীকে। বিয়ের জন্য সনাতন ধর্ম ত্যাগ করে হন মুসলিম। তখন থেকেই তার নাম জয়শ্রী কবির। এরপর থেকে প্রায় একযুগ ঢাকাই সিনেমায় অভিনয় করেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রুপালি সৈকতে’ (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) ও ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।





