‘অনিশ্চয়তায়’ বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু; বিসিসিআইয়ের নতুন প্রস্তাবে কমবে জটিলতা?

বাংলাদেশ ও ভারত ক্রিকেট বোর্ডের লোগো
বাংলাদেশ ও ভারত ক্রিকেট বোর্ডের লোগো | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের কোনোভাবেই ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিপরীতে দেশটির নতুন দুই ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে বিসিসিআই। ফলে সহসাই জটিলতা থেকে মুক্তি মিলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এমন পরিস্থিতিতে বোর্ডের সাবেক পরিচালকের মতে, কূটনৈতিক তৎপরতায়ও পিছিয়ে বিসিবি।

আলোচনায় প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশকে স্বস্তির কোনো খবর দিতে পারেনি আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি প্রধান জয় শাহের বৈঠক থেকেও আসেনি সমাধান। সবশেষ খবর বলছে, ভারতেরই দুই ভেন্যু থিনুভান্তাপুরাম এবং চিপাকে বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য প্রস্তাব দেয়া হবে বিসিবিকে।

যদিও ভারতের যেকোনো ভেন্যুতে খেলার প্রস্তাব আগেই নাকচ করেছিলেন বিসিবি সভাপতি। নতুন করে একই প্রস্তাব নাকচ করা হলে, জটিলতা বাড়বে আরও বেশি। আইসিসি, বাংলাদেশ এবং বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে।

আরও পড়ুন:

যদিও ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর মনে করেন, এখন থেকেই ক্রিকেটীয় কূটনীতির পথে হাঁটলে ইতিবাচক ফল পাবে বাংলাদেশ।

সিরাজউদ্দিন আলমগীর বলেন, ‘এই সিদ্ধান্তটা আমরা আইসিসির সদস্য অন্যান্য দেশগুলোর কাছে তুলে ধরতে পারি, এটার যৌক্তিক দাবিটা তাদের বুঝাতে পারি, তাদের সমর্থনটা আদায় করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দাবি ও প্রস্তাব আদায় করে নিতে হবে।’

এদিকে বিশ্বকাপের আগে আইসিসির কর্মকাণ্ডে এমন ধীরগতিও প্রশ্ন তুলেছে ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে। দ্রুত সমাধানের পথ খুঁজে না পেলে বড় রকমের চাপ পড়তে পারে আইসিসির ওপরে।

এসএইচ