ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৬: আবেদন শুরু ১৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো | ছবি: এখন টিভি
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (DU Home Economics Admission Guide) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (Undergraduate Program) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী ছাত্রীরা আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates for Admission)

  • আবেদন শুরু (Application Starts): ১৪ জানুয়ারি ২০২৬।
  • আবেদনের শেষ সময় (Application Deadline): ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
  • ভর্তি পরীক্ষার তারিখ (Exam Date): ৪ এপ্রিল ২০২৬ (বেলা ৩টা থেকে বিকেল ৪টা)।

আরও পড়ুন:

আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

আবেদনকারীকে অবশ্যই ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি (SSC) এবং ২০২৫ সালে এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ন্যূনতম জিপিএ (Minimum GPA): চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র যোগফল ন্যূনতম ৫.৫০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে থাকা যাবে না।

এ-লেভেল ও বিদেশি ডিগ্রি (O/A Level Applicants): বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণ (Equivalence) শেষে জিপিএ গণনা করা হবে।

আরও পড়ুন:

আবেদন ফি ও পদ্ধতি (Application Fee & Process)

সাধারণ আবেদন ফি: ৮৫০ টাকা (বিকাশ, নগদ বা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে)।

সমতা নিরূপণ ফি: ও-লেভেল বা এ-লেভেল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০০ টাকা।

প্রয়োজনীয় তথ্য: আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রার্থীর একটি স্ক্যান করা ছবি প্রয়োজন হবে।

আরও পড়ুন:

ভর্তি পরীক্ষার মানবণ্টন (Exam Marks Distribution & Syllabus)

ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

আবশ্যিক বিষয় (Compulsory Subjects): বাংলা, ইংরেজি ও আইসিটি (প্রতিটিতে ২৫ নম্বর)।

ঐচ্ছিক বিষয় (Optional Subjects): রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, খাদ্য ও পুষ্টি অথবা সাধারণ জ্ঞান (যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে হবে)।

পাস নম্বর (Pass Marks): ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। ৪০-এর কম পেলে মেধা তালিকায় স্থান দেওয়া হবে না।

আরও পড়ুন:




এসআর