আপিল শুনানি: আপিলকারীসহ ইসিতে প্রবেশ করতে পারবে ৩ জন

আসিফ হোসেন
ঢাকা
নির্বাচন ভবন
নির্বাচন ভবন | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে বিষয়ে আবেদনের সময় আজ শেষ হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল শুনানিকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন প্রবেশ করতে পারবে।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলসমূহের ওপর আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৯ দিন আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শুনানিকালে সংশ্লিষ্ট কক্ষে প্রতিটি আপিলের প্রসঙ্গে আপিলকারীসহ সবোর্চ্চ তিনজনের বেশি লোক শুনানি কক্ষে প্রবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকল আপিলকারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামীকাল থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এ শুনানি গ্রহণ করবেন।

এএইচ