মোস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়ার ইঙ্গিত, বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে সিদ্ধান্ত আসছে

মতবিনিময় সভায় সৈয়দা রিজওয়ানা হাসান
মতবিনিময় সভায় সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: সংগৃহীত
0

ভারত খেলার মধ্যে রাজনীতি নিয়ে এসেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে ক্রিকেটার মোস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা থেকে বাদ দিলে জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে। এ অবস্থায় আইনি ভিত্তি পর্যালোচনা করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’। আজ (রোববার, ৪ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘এ অবস্থায় চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে, প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

আরও পড়ুন:

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন থেকে দুরে রাখতে মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। ওসমান হাদির হত্যার পর প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে।’

তবে সার্বিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন করে দিতে কাজ চলছে বলেও তিনি জানান।

এএম