ফেসবুক পোস্টে তিনি জানান, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করে না বাংলাদেশ। বিসিবি যেন সে কথাই আইসিসিকে জানিয়ে দেয়।’
আরও পড়ুন:
এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় আয়োজন করতে অনুরোধ জানানোর নির্দেশনা বোর্ডকে দেয়া হয়েছে বলেও জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেন, ‘বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয় এমন অনুরোধ তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে জানানো হয়েছে।’ কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেয়া হবে না বলেও ফেসবুক পোস্টে জানান আসিফ নজরুল।





