৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চল

৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে একাধিক বাড়ি ভেঙ্গে পরে
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে একাধিক বাড়ি ভেঙ্গে পরে | ছবি:সংগৃহীত
0

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউমের সংবাদ সম্মেলনের মাঝেই ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল। এ ভূমিকম্পে অন্তত ২ জন নিহত হয়েছে ও অনেকে আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে অনুভূত এ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী মেক্সিকো সিটিসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্য।

শুক্রবার (২ জানুয়ারি) নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলন করছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম। হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে কনফারেন্স রুম। সাংবাদিক থেকে শুরু করে উপস্থিত সকলেই একে একে ত্যাগ করেন কনফারেন্স রুম, সাথে প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউমও।

তবে শুধু কনফারেন্স রুমই নয়। ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকোর পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চল। শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাছে আকাপুলকো পর্যটন শহরে। সঙ্গে সঙ্গে দেশটির মেক্সিকো সিটিসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যের অনেক স্থানে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তেই রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।

আরও পড়ুন:

শক্তিশালী এ ভূমিকম্পের পর, মেক্সিকোর ভূকম্পন পরিষেবা ৪২০টি আফটারশক রেকর্ড করেছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪ দশমিক ৭ মাত্রার। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের আশেপাশে ভূমিধস, গ্যাস লিক, ঘরবাড়ি, সরকারি ভবন এবং হাসপাতালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় সংবাদ সম্মেলন ত্যাগ করলেও, পরিস্থিতি শান্ত হলে আবার শুরু করেন প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম। তিনি স্থানীয়দের শান্ত থাকার এবং সবসময় এমন পরিস্থিতির জন্য লাইফ ব্যাকপ্যাক প্রস্তুত রাখার আহ্বান জানান।

মেক্সিকো বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-প্রবণ দেশগুলোর মধ্যে একটি। ২০১৭ সালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। সে সময় মেক্সিকো সিটিতে অনেক ভবন ধসে পড়ে। তবে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল ১৯৮৫ সালে। প্রানহানি হয় অন্তত ১০ হাজার মানুষের।

এএম