ফুটবলে শীতকালীন ট্রান্সফার উইন্ডো, উত্তাপ ছড়াচ্ছে বেশ কিছু নাম

ফুটবলের ছবি
ফুটবলের ছবি | ছবি: সংগৃহীত
0

ক্যালেন্ডারে নতুন বছর আসতেই শুরু হয়েছে ফুটবল দুনিয়ার শীতকালীন ট্রান্সফার উইন্ডো। দলবদলের সময় খুব সংক্ষিপ্ত থাকলেও এখন থেকেই উত্তাপ ছড়াচ্ছে বেশ কিছু নাম। ফর্মের তুঙ্গে থাকা সালাহ, গুয়েহি কিংবা সেমেনেয়োরা এবারের দলবদলের বাজারে অন্যতম বড় আকর্ষণ।

জাতীয় দলে যাওয়ার আগেই সমর্থকদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। জানুয়ারিতেই ক্লাব ছাড়বেন সালাহ, এমন গুঞ্জন বেশ আলোড়ন ফেলেছিল ফুটবল দুনিয়ায়। মাঝে আলোচনা কিছুটা ঝিমিয়ে থাকলেও নতুন বছর আসতেই ফের উঠেছে গুঞ্জন। শীতকালীন দলবদলের এই সময়ে সত্যিই কি অলরেডদের বিদায় বলবেন সালাহ?

আরও পড়ুন:

জানুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয়েছে এক মাসের ট্রান্সফার উইন্ডো। সালাহর মতো আরও অনেক তারকাই এবারের শীতে উত্তাপ ছড়াচ্ছেন। ক্রিস্টাল প্যালেসের মার্ক গুয়েহি যার মাঝে অন্যতম। গ্রীষ্মকালীন দলবদলে সতীর্থদের কাছ থেকে বিদায় নিলেও শেষ পর্যন্ত ক্লাব ছাড়া হয়নি তার। লিভারপুল, ম্যানচেস্টার সিটির পাশাপাশি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এমনকি বায়ার্ন মিউনিখেরও নজর আছে এই সেন্টার ব্যাকের দিকে।

বরুশিয়া ডর্টমুন্ডের জার্মান ডিফেন্ডারের নিকো স্লটারব্যাকের জন্য আগ্রহী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তারই ক্লাব সতীর্থ করিম আদিয়েমিও এবারের দলবদলের বাজারে বড় নাম।

ক্যারিয়ারের অন্যতম সুসময় পার করা অ্যান্থোনি সেমেনেয়োকে নিয়েও আছে আলোচনা। বোর্নমাউথের এই তারকাকে দলে পেতে চায় ম্যানসিটি। স্কাই স্পোর্টসের ভাষ্য, সেমেনেয়োকে পেতে ৬৫ পাউন্ডের ট্রান্সফার ফিও পরিশোধ করতে রাজি সিটিজেনরা।

ইএ