শীত এলেই বাজার ভরে ওঠে নানা রঙের সবজিতে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম সবই আছে পর্যাপ্ত। তারপরও উত্তাপ ছড়াচ্ছে দাম। সরবরাহ ঠিক থাকলেও শীতকালীন সবজির দামে স্বস্তি নেই সাধারণ মানুষের।
বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০ টাকা দরে। নতুন আলু কেজিতে ৫ টাকা বেড়ে এখন ২৫ টাকা। সিম ৪০ টাকা, টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা, মুলা ৩০ টাকা আর বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:
কাঁচা মরিচের দামে ঝাল আরও বেশি প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি। তবে ঝাঁজ কমেছে পেয়াজে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, শীতের কারণে লোকজন কাজে বের হচ্ছে না, আমদানি কমেছে এজন্য সবজির দাম একটু বেড়েছে।
ক্রেতারা জানান, এ সময় সবজির দাম একটু কম থাকা উচিত ছিলো। কিন্তু এখন সবজি টাটকা পাওয়া গেলেও দাম তুলনামূলক বেশি।
ক্রেতাদের অভিযোগ পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম বাড়ানো হচ্ছে। শীতকালীন সবজির দাম কমার কথা থাকলেও সাধ্যের বাইরে চলে যাচ্ছে সবজির দাম।
সবজির পাশাপাশি বেড়েছে মুরগির দামও। বয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। আর সোনালি মুরগি ২৮০ টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম প্রত্যাশা অনুযায়ী না কমায় নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের।





