২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের মামলার রায়ে পুরান ঢাকার আদালত থেকে সরাসরি কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। করোনাভাইরাস মহামারির সময় শেখ হাসিনার সরকার বিশেষ শর্তে সাময়িক মুক্তি দিলে হাসপাতাল থেকে ফিরোজাতেই ফেরেন তিনি।
খালেদা জিয়ার মৃত্যু হলেও ফিরোজার নিরাপত্তাব্যবস্থা এখনো আগের মতোই রয়েছে। নিরাপত্তাকর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন, প্রহরী চৌকিগুলোও অক্ষত রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের অসংখ্য স্মৃতি এই বাসার সঙ্গে জড়িয়ে আছে। যারা দীর্ঘদিন ধরে এই বাড়ির সঙ্গে সম্পৃক্ত, তাদের আবেগ-অনুভূতিও ম্যাডামকে ঘিরে। অনেকেই আছেন, যারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই ভালোবাসার পরশ নিয়ে এখনো ফিরোজার আশপাশে আছেন। চেয়ারপারসনের সঙ্গে কাজ করতে গিয়ে আমিও সেই অনুভূতি উপলব্ধি করেছি। ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা এই মুহূর্তে নেই।’
আরও পড়ুন:
বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)-এর এক সদস্য বলেন, ‘ম্যাডামের ডিউটি করতাম। আজ ম্যাডাম নেই—পুরো বাড়িটাই ফাঁকা। ভেতরে ঢুকলে এক ধরনের শূন্যতা আর নিস্তব্ধতা অনুভব হয়। এই কষ্টের ভাষা নেই। আল্লাহ যেন ম্যাডামকে পরপারে ভালো রাখেন।’
আরেক নিরাপত্তাকর্মী বলেন, ‘ম্যাডাম সব সময় আমাদের খোঁজখবর নিতেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করছি কিনা জিজ্ঞেস করতেন। উনি ছিলেন আমাদের প্রাণের মা।’
ফিরোজায় দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের অনেককেই কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে।
১৯৬ নম্বর বাসা
ফিরোজার পাশের সংলগ্ন বাসাটি হলো ১৯৬ নম্বর বাসা। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের সরকার বাসাটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়। কয়েক মাস আগে বর্তমান অন্তর্বর্তী সরকারের গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ওই বাসার দলিল ও কাগজপত্র ফিরোজায় এসে খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেন। বর্তমানে সেখানে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন:
সেই বাসার সামনের নিরাপত্তাকর্মীদের মধ্যেও শোকের ছায়া দেখা গেছে। গুলশান অ্যাভিনিউ ডিপ্লোম্যাটিক জোনের আওতায় থাকায় সেখানে বড় ধরনের ভিড় নেই। তবে আশপাশের বাসিন্দারা শোক প্রকাশ করতে আসছেন।
গুলশানের বাসিন্দা হাসানুজ্জামান খান বলেন, ‘এই এলাকাতেই থাকি। বিকেলে হাঁটতে বের হয়ে এসেছি। ম্যাডাম নেই—এটা শুধু পরিবারের শোক নয়, গণতন্ত্রপ্রিয় সব মানুষের শোক। এখন ভরসার জায়গা তারেক রহমান।’
বাসায় দোয়া-দরুদে তারেক রহমান
মায়ের শোকে আচ্ছন্ন তারেক রহমান আজ (বৃহস্পতিবার, ০১ জানুয়ারি) সারাদিন কাটিয়েছেন দোয়া-দরুদ ও ইবাদতে। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, নামাজ ও কোরআন তিলাওয়াতে সময় কাটিয়েছেন। আত্মীয়-স্বজনরা তাকে সান্ত্বনা দিতে এসেছেন। পারিবারিক পরিবেশে ম্যাডামের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।’
বিকেল সাড়ে চারটার দিকে বাসা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান এবং নিজের চেম্বারে দাপ্তরিক কাজ শুরু করেন।
গুলশানে কার্যালয়ে শোকের ছায়া
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খোলা হয়েছে শোক বই।
আরও পড়ুন:
বৃহস্পতিবার শোক জানাতে আসেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি, ছারছীনা দরবার শরিফের পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছার উদ্দিন আহমেদ এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অনেকে।
কার্যালয়ের সামনে নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা গেছে। বনানী যুবদলের কর্মী আলতাফ হোসেন বলেন, ‘নেত্রী নেই, মনটা ভালো নেই। কত কষ্টের সময় তার কাছ থেকে শক্তি পেয়েছি। এই শোক কীভাবে কাটাবো জানি না।’
কৃষক দলের সহসভাপতি ও সাবেক ভিপি ইব্রাহিম বলেন, ‘ম্যাডামের চলে যাওয়াটা মেনে নেয়া কঠিন। তবে বাংলাদেশের রাজনীতিতে তার জনপ্রিয়তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তিনি আমাদের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
আরও পড়ুন:





