পেরুর শামানদের ভবিষ্যদ্বাণী: ২০২৬ সালে মাদুরোর পতন, ট্রাম্প হবেন গুরুতর অসুস্থ

ডোনাল্ড ট্রাম্প, নিকোলাস মাদুরো
ডোনাল্ড ট্রাম্প, নিকোলাস মাদুরো | ছবি: সংগৃহীত
1

২০২৬ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন হবে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর অসুস্থ হবেন। এমন ভবিষ্যদ্বানী করেছেন পেরুর শামানদের একটি দল। আধ্যাত্মিক অনুশীলনকারী হিসেবে পরিচিত পেরুর এ শামানরা সোমবার দক্ষিণ লিমার একটি সমুদ্র সৈকতে তাদের বার্ষিক নববর্ষ অনুষ্ঠান পালনের জন্য জড়ো হয়ে এমন ভবিষ্যদ্বানী করেন।

নানা রঙের ও বিভিন্ন ধাচের পোশাক পরে, এক ডজন শামান, যারা আধ্যাত্মিক অধ্যাবসায় করে ভবিষ্যদ্বানী করেন। গেল সোমবার পেরুর কোরিলোস জেলার আগুয়া ডুলস সমুদ্র সৈকতে প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানের আয়োজন করেন, এই পেরুভিয়ান শামানরা। ভবিষ্যদ্বানী করেন, ২০২৬-এ পতন হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আর গুরুতর অসুস্থ হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প, মাদুরো ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিশ্ব নেতাদের ছবি দিয়ে সজ্জিত একটি বেদী তৈরি করা হয় এই আয়োজনে। যার চারপাশে ফুল, কোকা পাতা, মাথার খুলি এবং ধূপ জ্বালিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বানী করেন তারা।

২০২৬ সালে, আমরা নিকোলাস মাদুরোকে পরাজিত হতে দেখবো। তাকে বন্দী করা হবে না; তিনি ভেনেজুয়েলা থেকে পালিয়ে যাবেন।

২০২৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুতর অসুস্থ হয়ে পড়বেন বলে তার পোস্টারে ফুল উড়িয়ে দেশটিকে সতর্ক করেন শামানরা।

তাদের মধ্যে একজন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নেওয়া উচিত। কারণ এ বছর ডোনাল্ড ট্রাম্প গুরুতর অসুস্থ হয়ে পড়বেন।’

এখানেই শেষ নয়, এ বছর রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হবে এমন ভবিষ্যদ্বানীও করেছেন তারা। পুতিনের ছবির উপর ফুল উড়িয়ে এমনটাই আশাবাদী শামানরা।

তাদের মধ্যে একজন বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত নিয়ে আলোচনা চলছে। আমি দেখতে পাচ্ছি এই সংঘাতের অবসান হবে, এটি শেষ হবে, তারা শান্তির পতাকা উত্তোলন করবে।’

ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে দেশিয় রাজনৈতিক পূর্বাভাসও অন্তর্ভুক্ত ছিল। পেরুর রাজনীতিবিদ আলেজান্দ্রো টোলেডো অথবা পেদ্রো পাবলো কুজিনস্কি, এই দুইজনের যেকোনো একজন মারা যাবেন বলেও ভবিষ্যদ্বানী করা হয়। এছাড়া তাদের বিরোধী নেতা কেইকো ফুজিমোরি ২০২৬ সালে প্রেসিডেন্ট হবেন বলে ভবিষ্যদ্বাণী করেন শামানরা।

তাদের মধ্যে একজন বলেন, ‘একজন পুরুষ এবং একজন মহিলা দ্বিতীয় নির্বাচনী রাউন্ডে যাবেন। আমি কল্পনা করতে পেরেছি যে কেইকো ফুজিমোরি ২০২৬ সালে প্রেসিডেন্ট হবেন।’

প্রতিবছর ডিসেম্বরের শেষের দিকে এই অনুষ্ঠানটি পালিত হয়। শামানরা পূর্বে ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধের সমাপ্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও সে যুদ্ধ এখনও চলমান।

এসএস