মৌলভীবাজারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গায়েবানা জানাজা অনুষ্ঠিত | ছবি: এখন টিভি
2

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগান, ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর ও কানাইদাসী গ্রামে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগান মসজিদ প্রাঙ্গণে ও ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর ও কানাইদাসী গ্রাম এলাকায় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ সময় জানাজায় অংশগ্রহণকারী অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

জানাজায় অংশগ্রহণকারীরা জানান, তারা ঢাকায় যেতে না পারলেও এখানে জানাজায় অংশ গ্রহণ করতে পেরে গর্বিত মনে করছেন।

আরও পড়ুন:

জানাজা শেষে মোনাজাত পরিচালনা করেন পাত্রখলা চা বাগান জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল আজিজ। এসময় ইউনিয়ন বিএনপি নেতা মো. ইউনুস আলী, হাবিবুর রহমান, যুবদলের আহ্বায়ক মো. হারুন রশিদ, সদস্য সচিব আতাউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামপুর ইউনিয়নের শ্রীপুরে বিএনপি নেতা মো. সবুজুর রহমান, যুবদল নেতা মিজান মিয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলামস, ইসলামপুরের কানাইদাসীতে বিএনপি নেতা জসিম মিয়া, নেকবর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এফএস