এর আগে, আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তারপর ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
এনসিপির সূত্রটি জানায়, আসিফ মাহমুদ আপাতত নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একইসঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনটিতেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য জানা যায়নি।





