বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা

ইশরাত এলিজা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বগুড়ায় বাংলাদেশ জাতিয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন জমা দিয়েছেন বগুড়া জেলা বিএনপির নেতারা। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাবতলী-শাজাহানপুর বগুড়া-৭ আসন থেকে লড়ছেন ভোটের মাঠে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন বগুড়া-৬ সদর আসন থেকে।

আরও পড়ুন:

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন জমা দেন। মনোনয়ন উত্তোলন ও জমা দেয়ার শেষ দিনে অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন জমা দেন।

ইএ