আজ দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এদিন দুপুর ১টার দিকে সশরীরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেন তিনি।
পরদিন (রোববার, ২৮ ডিসেম্বর) ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে তারেক রহমানের নির্বাচন করার তথ্য প্রকাশ করা হয়। ওইদিন বেলা ১১টা ১০ মিনিট সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।
গুলশান, বনানী, বারিধারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে তারেক রহমানের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।
আরও পড়ুন:
ঢাকা-১৭ আসনের পাশাপাশি নিজ এলাকা বগুড়া সদর (বগুড়া-৬) আসনেও ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ওই আসনে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





