ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে তারেক রহমানের স্বাক্ষর

দুই আসনের মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন তারেক রহমান
দুই আসনের মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন তারেক রহমান | ছবি: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনি আসনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (রোববার, ২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ আসন দুটির দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আজ সন্ধ্যায় সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনি সমন্বয়কদের সঙ্গে নিয়ে এক সংক্ষিপ্ত সভায় বসেন তারেক রহমান।

সভা শেষে তিনি নিজ হাতে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন। ১৭ বছর পর দেশে ফেরার পর এটিই তার প্রথম কোনো নির্বাচনি দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ।

এএইচ