আজ (রোববার, ২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ আসন দুটির দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আজ সন্ধ্যায় সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনি সমন্বয়কদের সঙ্গে নিয়ে এক সংক্ষিপ্ত সভায় বসেন তারেক রহমান।
সভা শেষে তিনি নিজ হাতে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন। ১৭ বছর পর দেশে ফেরার পর এটিই তার প্রথম কোনো নির্বাচনি দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ।





