ভোট উপলক্ষে শনিবার রাতভর নির্বাচনি এলাকা ও পোলিং স্টেশনগুলোতে টহল দিয়েছেন নিরাপত্তাকর্মীরা। রাস্তার মোড়ে মোড়ে চেক পয়েন্ট বসিয়েছে জান্তা সরকার। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে নিবন্ধিত ৫৭টি দল। কিন্তু এসব দলের অধিকাংশই সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
আরও পড়ুন:
এরমধ্যে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে এগিয়ে রাখা হচ্ছে। নির্বাচন ঘিরে আগে থেকে তেমন কোনো প্রচার-প্রচারণা বা আমেজ দেখা যায়নি। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১১ জানুয়ারি। প্রথম ও দ্বিতীয় ধাপে ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট হওয়ার কথা। আর তৃতীয় ধাপে ৬৩টি টাউনশিপে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে এখনও পর্যন্ত প্রায় ২শ’ শতাধিক ব্যক্তিকে আটক করেছে জান্তা।





