সিরিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ৮

মসজিদে বিস্ফোরণের পরের অবস্থা
মসজিদে বিস্ফোরণের পরের অবস্থা | ছবি: সংগৃহীত
0

সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, শুক্রবার নামাজের সময় হোমসের ইমাম আলি বিন আবি তালিব মসজিদে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে হুড়োহুড়ি করে বের হতে থাকেন মুসুল্লিরা। তবে এটি কোনো আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা কোনো বোমার বিস্ফোরণে ঘটেছে তা জানা যায়নি।

আরও পড়ুন:

এখনও ঘটনাটির দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন আইএসের হামলায় ২ মার্কিন সৈন্য ও এক নাগরিক নিহতের জেরে গোষ্ঠীটির একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইএ