সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, পুড়েছে বেশিরভাগ অংশ

জাহাজে আগুন
জাহাজে আগুন | ছবি: এখন টিভি
1

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটের কাছে নোঙর করা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগেছে। আজ (শনিবার, ২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও জাহাজের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তরের কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটি যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করছিল। এসময় হঠাৎ জাহাজটিতে আগুন লাগে। জাহাজটির অবস্থান ছিল ঘাট থেকে ১৫০-২০০ মিটার দূরে।’

আরও পড়ুন:

এর আগে প্রথম ধাপে সকাল ৬টার দিকে যাত্রী নিয়ে একই ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা হয় দুটি জাহাজ এমভি বারো আউলিয়া ও কর্ণফুলী। দ্বিতীয় ট্রিপে আটলান্টিক ক্রুজ যাওয়ার কথা। তারা যাত্রী নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় আগুন লাগে।

পরে তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিক-ক্রুদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন:

এফএস