সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, পুড়েছে বেশিরভাগ অংশ
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটের কাছে নোঙর করা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগেছে। আজ (শনিবার, ২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও জাহাজের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।