বিগ ব্যাশে সেরা বোলিংয়ে রিশাদের শিকার ৩ উইকেট

ম্যাচে উইকেট শিকারের পর টিমমেটের সঙ্গে রিশাদের উদযাপনের মুহূর্ত
ম্যাচে উইকেট শিকারের পর টিমমেটের সঙ্গে রিশাদের উদযাপনের মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে নিজের সেরা বোলিং করলেন রিশাদ হোসেন। এ ম্যাচে ৪ ওভারে ৩৩ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচে পাওয়ার প্লে-তে এক ওভার বল করে ৯ রান দেন রিশাদ। সপ্তম ওভারে কুপার কনোলিকে ফেরান বাংলাদেশি লেগি। দ্বিতীয় বলে তাকে ক্রিস জর্ডানের ক্যাচ বানান রিশাদ।

আরও পড়ুন:

শেষ দুই ওভারে রিশাদ আরও দুটি উইকেট নেন। দশম ওভারে রিশাদের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে মাইকেল ওয়েনের হাতে ক্যাচ দেন অ্যারন হার্ডি।

রিশাদ শেষবার বল হাতে নেন ১৬তম ওভারে। দ্বিতীয় বলেই লরি ইভান্সকে ম্যাকডারমটের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। চার ম্যাচে ৭.৫০ ইকোনমি রেটে তার পকেটে এখন ৬ উইকেট।

এসএইচ