হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগ অবরোধ করার ঘোষণা দিয়েছে সংগঠনটির সদস্যরা। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

দুপুরে জুমার নামাজ শেষে মিছিলের পূর্ব ঘোষণা থাকলেও ছাত্র-জনতার সিদ্ধান্তে অবরোধ করা হয় শাহবাগ চত্বর। টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে বসে পড়ে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

আরও পড়ুন:

অবরোধ সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যরা অভিযোগ করেন, সরকার লঘু করে দেখেছে ওসমান হাদির মৃত্যুর ঘটনা।

সন্ধ্যায় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বলেন, ‘সরকারের যেকোনো উপদেষ্টা শাহবাগে এসে হাদি হত্যাকাণ্ডের ঘটনার স্পষ্ট জবাব দিয়ে যেতে হবে।’

অন্যথায় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এসএস