অ্যাশেজ: চতুর্থ টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উল্লাস
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উল্লাস | ছবি: সংগৃহীত
0

আরও একবার অ্যাশেজে দেখা গেল বোলারদের দাপুটে দিন। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বোলাররা মিলে শিকার করেছেন ২০ উইকেট। আগে ব্যাট করতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারাল্ড মিলে তুলেছিলেন ২৭ রান।

এরপরই শুরু হয় ইংলিশ বোলারদের তাণ্ডব। পরের ২৪ রান তুলতে অজিরা হারায় পাঁচ উইকেট। উসমান খাজা এবং অ্যালেক্স ক্যারির ৩৮ রানের জুটিতে কিছুটা স্বস্তি আসে অজি ড্রেসিংরুমে।

আরও পড়ুন:

এরপর মাইকেল নেসের আর ক্যামেরন গ্রিন মিলে তোলেন ৫২ রান। জশ টাংয়ের পাঁচ উইকেটের দিনেও ১৫২ রানে থামে স্বাগতিকরা। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ডও সুবিধা করতে পারেনি। ১৬ রানেই হারায় চার উইকেট।

বেন স্টোকস এবং হ্যারি ব্রুকের ৫০ রানের জুটি সাময়িক বিপর্যয় সামাল দিলেও অজি পেসারদের তোপে স্কোর বড় করা হয়নি কারোরই। শেষ উইকেট জুটিতে ১৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ১১০ রান পর্যন্ত যায় ইংল্যান্ড। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬ রানে এগিয়ে থেকে দিন শেষ করে।

এফএস