আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারাদেশ থেকে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
ঢাকা মহানগরীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এ অনাকাঙ্খিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।





