মিছিলটি রূপগঞ্জের নিলা মার্কেট চত্বর এলাকা থেকে শুরু হয়ে ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলজুড়ে তারেক রহমান ও বিএনপির পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নেতাকর্মীরা জানান, এ বিশাল উপস্থিতি তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন।





