তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিস আলমের পোস্ট

সারজিস আলম, তারেক রহমান
সারজিস আলম, তারেক রহমান | ছবি: এখন টিভি
0

তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) পোস্ট দেন তিনি।

সারজিস আলম লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরেছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

আরও পড়ুন:

নেতাকর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেছেন প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এখন পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠান স্থলের পথে রয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠান স্থলের পথে যাওয়া তারেক রহমানের বাস ঘিরে অসংখ্য সেনা, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় নেতাকর্মীদের পায়ে হেঁটে মানবঢাল তৈরি করে সুরক্ষা নিশ্চিত করতে দেখা যায়।

এসএস