এদিকে, তারেক রহমানের এ দেশে ফেরা উপলক্ষে ফেসবুকে ‘স্বাগতম’ জানিয়ে পোস্ট করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
সংবর্ধনা অনুষ্ঠান স্থলের পথে যাওয়া তারেক রহমানের বাস ঘিরে অসংখ্য সেনা, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও দলীয় নেতাকর্মীদের পায়ে হেঁটে মানবঢাল তৈরি করে সুরক্ষা নিশ্চিত করতে দেখা যায়।
আরও পড়ুন:
গাড়িবহরকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে প্রটোকল দিচ্ছে সিএসএফ, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়াও পুরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কটির মাঝে ও দুইপাশে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন।
অন্তত শতাধিক গাড়ি সম্বলিত তারেক রহমানের গাড়ি বহরের অগ্রভাগে দেখা গেছে পুলিশের ট্রাফিক বিভাগের মোটরসাইকেল বহর। এরপর আছে সেনাবাহিনী ও সিএসএফ সদস্যদের গাড়িবহর। এসময় তারেক রহমানকে বহনকারী বাসের চারপাশে পায়ে হেঁটে মানবঢাল তৈরি করে সুরক্ষা নিশ্চিত করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা।





