প্রস্তুত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাস

তারেক রহমানকে বহনকারী বাস প্রস্তুত
তারেক রহমানকে বহনকারী বাস প্রস্তুত | ছবি: এখন টিভি
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত রাখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লাল রঙের বাস।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে এই বাসেই করে তারেক রহমান রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় স্থাপিত মঞ্চে যাবেন। বাসটির সামনের ও পাশের অংশে বড় অক্ষরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা রয়েছে।

আরও পড়ুন:

তারেক রহমানকে বহনকারী এই বাস ঘিরে বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে উৎসবের আমেজ বিরাজ করছে।

এনএইচ