চলমান অ্যাশেজে এমনিতেই পেইস অ্যাটাক নিয়ে কিছুটা বিপাকে আছে ইংলিশরা। ব্রিসবেন টেস্টে ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে যান পেসার মার্ক উড। আর্চারের ইনজুরিতে তাই বড়সড় ধাক্কা খাচ্ছে ইংল্যান্ড শিবির। সিরিজের ৪র্থ টেস্টের জন্য বুধবার একাদশ ঘোষণা করেছে ইসিবি।
আরও পড়ুন:
আর্চারের পরিবর্তে একাদশে রাখা হয়েছে গাস আটকিনসনকে। এছাড়া অফফর্মে থাকা অলিয়ে পোপের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার জ্যাকব বেথেল। তিন নম্বর পজিশনে ব্যাট করবেন তিনি। এরইমধ্যে প্রথম তিন টেস্টে হেরে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট।





