ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগের অধ্যাদেশ সংশোধন প্রস্তাব পাশ হয়েছে। এর মধ্য দিয়ে গ্রাহক নিরাপত্তা ও ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলেও স্পষ্ট ভাবে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
আরও পড়ুন:
এদিকে দিপু চন্দ্র দাশের হত্যার মামলা ও ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় হবে বলে জানানো হয়েছে ব্রিফিংয়ে৷ অন্যদিকে আগামী সংশোধিত বাজেট নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আগামী বাজেটে শিক্ষা, তরুণ ও নারীদের অগ্রাধিকার দিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে পূর্বের মামলা আছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।





