ক্রিসমাস উপলক্ষে ইউরোপজুড়ে চলছে সাজ সাজ রব, মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও

ক্রিসমাস উপলক্ষে আলোর উৎসবে মেতেছে ইউরোপ
ক্রিসমাস উপলক্ষে আলোর উৎসবে মেতেছে ইউরোপ | ছবি: সংগৃহীত
0

যিশুখ্রিস্টের জন্মোৎসব ক্রিসমাসের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। উৎসবের আয়োজনে ব্যস্ত ও সাজ সাজ রব চলছে ইউরোপের দেশগুলোতে। ইউরোপজুড়ে আলোর উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে ভ্যাটিকান।

খ্রিস্ট সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সেজেছে গোটা ইউরোপ। ভ্যাটিকান সিটি ও ইতালির রোম নগরী এবং লন্ডন, আয়ারল্যান্ডসহ ইউরোপের প্রায় সবদেশের শহরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

আরও পড়ুন:

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পবিত্র আলোয় বিশাল ক্রিসমাস ট্রি এবং ন্যাটিভিটি সিন প্রদর্শিত হচ্ছে। রোম শহরও আলোকিত হয়েছে বিশেষ ডিজাইনের আলোকসজ্জায়, যেখানে রেনেসাঁ স্থাপত্যের সাথে জ্বলমল করছে আলোর নকশা। শহরজুড়ে আলোকসজ্জা দেখে মুগ্ধ প্রবাসী বাংলাদেশীরা।

ঐতিহ্যবাহী ক্রিসমাস আয়োজনের শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সবাই। উৎসবের ছোঁয়ায় চারদিকের সবকিছুতেই প্রাণ পেয়েছে। ভ্যাটিকান সিটির নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন আছে পুলিশ ও সিকিউরিটি ফোর্স।

শান্তি, সমবেদনা ও মানবিকতার পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন পোপ লিও চতুর্দশ। এমনটাই প্রত্যাশা সবার।

ইএ