রামপুরায় ২৮ জন হত্যা: বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে
বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি। এদিন শুরুতেই আসামি পক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় গ্রেপ্তার আছেন দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত। পলাতক রয়েছেন খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান।

আরও পড়ুন:

এছাড়া যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপকুমার চক্রবর্তীসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

ইএ